|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ উদ্বোধন করেন,মন্ত্রী তাজুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২২
আজ রবিবার, রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মাননীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সাথে সাথে জয়বাংলা জয় বঙ্গবন্ধু শুভেচ্ছা স্বাগতম তাজু ভাইয়ের আগমন স্লোগান দিয়ে স্থানিয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগন, অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানিয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ’ এর উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী।
উদ্বোধনের পরে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাননীয় মন্ত্রী বক্তব্য রাখেন
বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় হোক বাংলার মেহনতী মানুষের আল্লাহ হাফেজ।
বক্তব্য শেষ করে
সকল কর্মকান্ডের দেখাশুনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.