|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবের নায়েরগাঁও উত্তরে অবৈধ ড্রেজার মেশিন জব্দ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২২
মতলব দক্ষিনে সরকারী বিধি নিষেধ অমান্য করে ফসলী জমি নষ্ট করে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করা হয় । গত ২৯ মে রবিবার উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের উত্তর বারগাঁও গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং অবৈধ ড্রেজারের পাইপ বিনষ্ট ও সংযোগ বিছিন্ন করা হয় ।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া এ সময় সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যবৃন্দরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া বলেন ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.