|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জেলা মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে ৩কোটি ৫ লাখ ১ হাজার ৬০৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২২
নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে পরিষদের হলরুমে আয়োজিত সুধী সমাবেশে ইউনিয়ন সচিব জাইদুল ইসলাম ৩ কোটি ৫ লাখ ১ হাজার ৬০৮ টাকার বাজেট ঘোষণা করেন।
এ বাজেট গত অর্থবছরের চেয়ে ৫৬ লাখ ৮৮ হাজার ৪৩৩ টাকা বেশি। ২০২১-২২ অর্খবছওে ইউনিয়নটিতে বাজেট ঘোষণা করা হয়েছিল ২ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা।
এ উপলক্ষে চেয়ারম্যান নওফেল আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউপি সদস্য মাজেদা বেগম, মমতাজ বেগম, সাবানা খাতুন, শাহিনুর ইসলাম, মোবারক হোসাইন, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, আলম হোসেন, মাবুদ আলী প্রমূখ।
ইউনিয়নে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.