|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় এক শিব মন্দিরে শিব মূর্তিসহ তিনটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ মে, ২০২২
নওগাঁ জেলার রানীনগর উপজেলা পারইল ইউনিয়নের পানিতাপাড়া গ্রামের সুন্যাস মুন্দিরের সুন্যাস মুর্তিসহ আর ও তিনটি মূর্তি ভাংচুর করেছে দূ বৃত্তরা।
জানাগেছে পানিতাপাড়া গ্রামের জোৎসনা রাণীর পারিবারিক মন্দিরে রাতের অন্ধকারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। জোৎসনা রাণী জানান বাড়ি উঠনে পারিবারিক একটি শিব সন্ন্যাস মন্দির রয়েছে। সেই মন্দিরে শিব মূর্তি ও শিবের দু’টি বাহন মূর্তিসহ মোট তিনটি মূর্তি ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে অর্চনা শেষে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে যাই। আজ শুক্রবার সকালে মন্দিরে ভোগ দেওয়ার জন্য মন্দিরে গিয়ে দেখি কে বা কারা মন্দিরের ভিতরে রাখা শিব মূর্তির গলা, হাত ভেঙে ফেলেছে। এছাড়া শিবের দু’টি বাহন মূর্তি ভেঙে মাটিতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি রাণীনগর প্রশাসনকে জানানো হয়। পুলিশ ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলো। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার সাথে সাথে আমি ও উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাউকে আটক করা সম্ভব না হলেও দ্রুত অপরাধীদের চিহ্নিত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন
বলে জানান।
উজ্জ্বল কুমার সরকার
ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.