|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেহেন্দিগঞ্জের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম রতনের লড়াই নিয়ে আলোচনা–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২২
আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগরসহ ৬টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহন । জয়নগর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ ইউনিয়নটিতে মোট ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচন কে ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম রতন (মোটরসাইকেল মার্কা) নিয়ে রয়েছেন নারী পুরুষ ভোটারদের আলোচনায়। এলাকার সাধারণ ভোটারগণ ক্যামেরার সামনে দলবদ্ধ হয়ে বলেন, আমরা প্রতিক কে নয় ভালোবাসি ব্যক্তিকে। কারণ আমরা শহীদুল ইসলাম রতনকে বেছে নিয়েছি। এই স্বতন্ত্র প্রার্থী ইউনিয়নের সকল এলাকায় ব্যাপক ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ভোটাররা নির্ভয়ে সমর্থণ দিয়ে দাড়িয়ে যাচ্ছেন। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মাঝ হতে তিনি নির্বাচিত হবেন ইউপি চেয়ারম্যান এমনটাই আশাবাদী সমর্থকদের। প্রার্থী শহীদুল ইসলাম রতন বলেন, আমি দীর্ঘদিন এলাকার মানুষের পাশে সুখে দুঃখে ছিলাম, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। প্রচারণায় এলাকাবাসির ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে কোন সমস্যা রয়েছে কিনা জানতে চাইলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম রতন (মোটরসাইকেল মার্কা) তিনি বলেন, নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ হোক জনগণ পাশে আছে তাদের ভোটে নির্বাচিত হয়ে জয়নগর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই । সরকারের দেওয়া সুবিধা জনগণের দৌড় গোড়ায় পৌছে দিতে দায়িত্ব কালিন সময়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.