|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে গরু ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২২
বিরামপুর উপজেলার গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম সায়েম আলী শাহীন। বিরামপুর থানা পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সায়েম আলী শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিহত গরু ব্যবসায়ী খাদেমুল ইসলাম মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ছেলে রায়হান কবির গত ২২ মে বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার (২৪ মে) বিকেলে নিখোঁজের বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর উপজেলার গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম সায়েম আলী শাহীন। বিরামপুর থানা পুলিশ জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গরু ব্যবসায়ী খাদিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী সায়েম আলী শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নিহত গরু ব্যবসায়ী খাদেমুল ইসলাম মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার ছেলে রায়হান কবির গত ২২ মে বিরামপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, মঙ্গলবার (২৪ মে) বিকেলে নিখোঁজের বাড়িতে অনুসন্ধান করতে গিয়ে প্রাচীর সংলগ্ন মাটি দেখে সন্দেহ হলে সেখানে মাটি খুঁড়ে নিহতের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.