ফরিদগঞ্জ উপজেলার পৌর সদরের কাছিয়াড়া গ্রামে দাস বাড়িতে শুক্রবার ২৭মে বিকেল ৪টার বজ্রপাতে নুপুর রানী দাশ (৩২) নামের এক গৃহবধূ আহত হয়েছে।
জানা গেছে বিকেল চারটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে হঠাৎ করে বিকট শব্দ হয়। পূর্ব দাস বাড়ীর লিটন দাসের স্ত্রী ঘুমন্ত অবস্থায় তার একতলাবিশিষ্ট ঘরেই ছিলেন বজ্রপাতে তার ঘরের ভেতরের লাইট এবং তার ছিড়ে আগুন জ্বলে ওঠে ঘরের লাইট তার জ্বলে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার আশেপাশের কয়েকটি ঘরের লাইট পুড়ে যায়। নারিকেল গাছ ভেঙ্গে পড়ে যাওয়ার ঘটনা ও ঘটেছে।
আহত নুপুর দাসের গায়ে আগুনের ফুলকি কিছু অংশ পড়লে সে আহত হয়।আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিস সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আসে। অমর দাস জানান, আমি ঘরে গুমাচ্ছিলাম হটাৎ বিকট শব্দে গুম ভেঙে যায় আমরা নারিকেল গাছ ভেঙ্গে পড়ে যায়। লিটন দাস দৈনিক বাংলার অধিকার কে জানান,আগে কখনো এ দরনের বজ্রপাতের ঘটনা ঘটে নাই।
এ বিষয়ে চিকিৎসক বলেন গায়ে পড়ে আহত হওয়ার চেয়ে আতঙ্কিত হয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।