চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাতে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের দেবীপুর প্রধানীয়া বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত অলিউল্যাহ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে দেবীপুর প্রধানীয়া বাড়ির মোশারফ হোসেনের ছেলে অলিউল্যাহর ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে ঘরে থাকা ৪০ মন ধান, ৫ মন চাল, ১০ মন আলু, হাড়ি পাতিল, জামা কাপড় ও আসবাবপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।ক্ষতিগ্রস্থ অলিউল্যাহ যে আরেক টি ঘর করে বসবাস করবে সেই সামর্থ্য নেই। সে স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেছেন।
ক্ষতিগ্রস্ত অলিউল্যাহ বলেন, আমি বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। হঠাৎ চিৎকার শুনতে পেলাম যে আমার ঘরে নাকি আগুন লেগেছে। বাহিরে বের হয়ে দেখি ঘরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। তবে ঘরের উত্তর পাশে গোয়াল ঘরে থাকা গরু গুলো জীবনের ঝুঁকি নিয়ে বের করতে সক্ষম হয়েছি।
সে জানায়, আমার ওই ঘরে বিদ্যুৎ বা গ্যাসের কোন সিলিন্ডার ছিলনা। যে সরঞ্জাম থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে সে সরঞ্জামও ছিলো না। পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমার গৃহে আগুন লাগিয়েছে। আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার চাই।