|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম যুবলীগের সম্মেলন/ তিনজনের নামেই শুধু দেওয়া যাবে স্লোগান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২২
বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৮, ২৯ ও ৩০ মে তিন শাখায় যুবলীগের সম্মেলন হবে। এর মধ্যে ২৮ মে দক্ষিণ জেলা, ২৯ মে উত্তর জেলা ও ৩০ মে মহানগর শাখার সম্মেলন হবে।
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো অনুষ্ঠান বা সম্মেলনে বিভিন্ন গ্রুপ নিজেদের নেতার নামেই স্লোগান দেন। তবে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনে সেটির উপর রাশ টানল সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। তিন শাখায় আসন্ন সম্মেলনে শুধু স্লোগান দেওয়া যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে।
বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো সম্মেলনস্থলে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে প্রবেশ বা প্রদর্শন করা যাবে না। তিন শাখার নেতাকর্মীকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। এখন দেখার বিষয় নির্দেশনা কতটুকু মানা হচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.