|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
আপনার পুলিশ আপনার পাশে’, তথ্য দিন সেবা নিন’ স্লোগানে বাংলাদেশ পুলিশকে গণমুখী ও জনবান্ধব করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গজারিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনারকান্দি গ্রামে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন-গজারিয়া থানার এসআই সেকান্দর আলী,স্থানীয় ইউপি সদস্য কামাল মিয়া প্রমুখ।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন তার বক্তব্যে বলেন,নিরাপদ বাউশিয়া ইউনিয়ন গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। আপনাদের যে কোন সমস্যা কোন ভয় বা সংকচ না করে পুলিশ কে জানান। অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.