|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনা জেলার সেরা বক্তা কপিলমুনির রাবেয়া বসরী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মে, ২০২২
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার ছোট মেয়ে রাবেয়া বসরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পর এবার পেলেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ (খ) বিভাগে নির্ধারিত বক্তব্য প্রতিযোগিতা "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ" বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন। উল্লেখ থাকে যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে পাইকগাছা উপজেলার সাফল্যের শীর্ষে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা,শ্রেষ্ঠ স্কাউট লিডার রেখা রানী সরকার, শ্রেষ্ঠ স্কাউট মেহেনাজ তাবাসসুম তনু, শ্রেষ্ঠ শিক্ষার্থী রাবেয়া বসরী,এবং বিদ্যালয়টির স্কাউট দল শ্রেষ্ঠ স্কাউট দল হিসেবে ও নির্বাচিত হয়েছেন। এবার জেলা পর্যায়ে ও সাফল্যে আসায় সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উক্ত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি, আরও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা সহ বিদ্যালয়টির সকল শিক্ষক,কর্মচারী ও শুভাকাঙ্খীগণ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.