গত ১৫/০৫/২০২২ইং রোজ বুধবার পড়তে যাবে বলে বাড়ি থেকে বেড়িয়ে ছিল অভিজিৎ মাঝি।
সে মহিষখোলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পটিয়াকান্দি গ্রামের ক্ষুদ্র ব্যাবসায়ী অপু মাঝির ছেলে অভিজিৎ মাঝি। অভিজিৎ এর বাবা অপু মাঝি জানান গত বুধবার সকাল সাতটার দিকে পড়তে যাবে বলে বাড়ি থেকে বের হয় এরপর আর বাড়ি আসেনি। সময় মতো বাড়ি না আসায় অভিজিৎ এর পরিবার বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করতে থাকে অনেক খোঁজাখুঁজির পরেও সেদিন তাকে আর কোথাও পাওয়া যায়নি।
পরে অভিজিৎ এর পরিবার থানায় জিডি করেন।
কিন্তু কয়েকদিন পরে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অভিজিৎ এর পরিবারের সদস্যদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এই বিষয়ে প্রশাসনকে অবগত করেন অভিজিৎ এর পরিবার। কিন্তু প্রশাসনিক ভাবে কোন সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
এই দেশে আমরা সংখ্যালঘু বলে কি আমাদের কোন অধিকার নাই। প্রশাসন যদি এরকম নিরব ভূমিকা পালন করে তাহলে আমরা সুষ্ঠু বিচার কার কাছে চাইবো।
এলাকা বাসি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ জানান, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির জোর দাবি জানান, পরিবারটি।