|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল অস্ত্রোপচারে একসাথে তিন কন্যা সন্তান প্রসব করলেন মা রাশিদা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মে, ২০২২
মুন্সীগনঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাসপাতাল রোডে প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল অস্ত্রোপচারে একসাথে তিন কন্যা সন্তান প্রসব করলেন মা রাসিদা।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান রাসিদা আলী হোসেন দম্পতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হওয়াতে এবং রাসিদা বেগমের পেট একটু বেশী ফুলা দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করিয়ে তিন জন বাচ্চা দেখতে পান, পরে রোগীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের পরামর্শ দেন। রোগী এতে সম্মতি দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যবস্থা করেন। অপারেশন টীমের দায়িত্বে ছিলেন ডাঃ ফৌজিয়া জামান ও ডাঃ সম্পৃক্তা জামান নূর এবং এনেসথেসিয়ায় ছিলেন ডাঃ আনিসুর রহমান। সফলভাবে অপারেশনের পর রাশিদা বেগম তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। ডাক্তার জানিয়েছেন মা ও শিশু কন্যারা সুস্থ আছে। এই কারনে প্রাইম হাসপাতাল কর্তৃপক্ষ খুশিতে মিষ্টি বিতরণ করেন।এ প্রসংগে হাসপাতালের নির্বাহী পরিচালক সিকদার মুহাম্মদ আক্তারুজ্জামান এই রোগীর আজীবন ফ্রী ডাক্তারসেবা ঘোষণা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.