|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পৌর শহরকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে সকলের সহযোগিতা চাই- মেয়র মোহাম্মদ মোস্তফা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২২
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে পৌরবাসির নিকট সহযোগিতা কামনা করেছেন ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা। রবিবার (২২ মে) ভোর ৬ টা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করার পাশাপাশি তিনি এ কথা বলেন। পৌর মেয়র আরো বলেন, যত্রতত্র জায়গায় ময়লা আবর্জনা ফেললে সামান্য বৃষ্টি হলেই যত্রযত্রে পড়ে থাকা ময়লা আবর্জনা গুলি ড্রেনে এসে পড়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই যত্রতত্র জায়গা ময়লা আবর্জনা না পেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে পৌর শহরকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, আমাদের পৌর শহরের পরিবেশকে সুন্দর রাখতে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে যথাযথ ভাবে ব্যবহার করার অনুরোধ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.