|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচুপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২২
নওগাঁর আত্রাইয়ে উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪মে) বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ওই বাজেট ঘোষণা করা হয়। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।
সভায় সভাপতি ইউনিয়নের সচিব মোঃ এহসানুল হককে ২০২২-২৩ অর্থ বছরের খসড়া বাজেট সভায় পেশ করার জন্য বলেন। অতঃপর ইউপি সচিব ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের খসড়া বাজেট ইউপি সভায় উপস্থাপন করেন। ইউপি সচিব কর্তৃক পেশকৃত খসড়া বাজেট বিস্তারিত আলাপ আলোচনা হয় এবং আয় খাতে রাজস্ব তহবিলে ট্যাক্স/ফিধার্য্যের/আদায়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে গৃহীত হয় এবং ব্যয় খাতে অত্র ইউনিয়নের হত দরিদ্রও নারী উন্নয়ন আগ্রাধিকার দিয়ে আলোচনা সাপেক্ষে টাকা নির্ধারণ করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহন করা হয়। ইউপি সচিব আয়খাত ব্যাখ্যা সম্বলিত নোট ও ব্যয়খাত ব্যাখ্যা সম্বলিত নোট পরিষদের সভায় উপস্থাপন করেন।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের সদস্য পুরুষ ও মহিলা মেম্বারদয়।
এই বাজেটে আয় ধরা হয়েছে দুই কোটি বিরানব্বই হাজার ৩৬৬ টাকা। ব্যয়ও ধরা হয়েছে দুই কোটি বিরানব্বই হাজার ৩৬৬ টাকা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.