|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২১
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও জেলাশাখার আয়োজনে পরীক্ষণ বিদ্যালয় হলরুমে মোট ৭৯ টি বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ নেন।
গান ,নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্গন,গল্প বলাসহ
আদিবাসীদের কয়েকটি ইভেন্ট, নাটক, উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুলগীতি,রবীন্দ্র সংগীত, ক্রীড়ায় কয়েকটি ইভেন্টসহ মোট ৭৯ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দিনব্যাপী জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী'র সভাপতি ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া।
বক্তব্যে প্রধান অতিথি বলেন,সরকার শিশু-কিশোরদের সংস্কৃতি, খেলাধূলা, সংগীত,শিল্প, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্যই এই প্রতিযোগিতা শুরু করেছিল। যে উদ্দেশে এই প্রতিযোগিতা চালু হয়েছিল তা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। পরে বিজয়ীদের মাঝে মোট ৩৫০টি পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, শিশু সাহিত্য বিষয়ে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, বি আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল সরকার রায়, সাংস্কৃতিক বিষয়ে বাংলাদেশ বেতারের সাইফুল ইসলাম বাবু, শিল্পকলার প্রশিক্ষক মনজুরুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তুষার কান্তি ভট্টাচার্য্য, আপনার তো কেরাত প্রতিযোগিতায় হাফেজ মোঃ নুরুজ্জামান ( কামিল)হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ হুমায়ুন কবির ,চিত্রাংকন প্রতিযোগিতায়, শিশু একাডেমী প্রশিক্ষক মাহমুদ করিম, সহকারী শিক্ষক মোঃ শাহিন ইসলাম ,রয়েল কিন্ডারগার্টেন, ক্রীড়া প্রতিযোগিতায় জেলা শিক্ষা অফিসার গৌতম কুমার সরকারের প্রতিনিধি হিসেবে শিক্ষক শারীরিক শিক্ষা মোঃ আল আসকার,ক্রীড়া অফিসের অফিস সহকারি মোঃ মহসীন আলী ও আর কে স্টেট বিদ্যালয়ের শারীরিক শিক্ষক,নৃত্যে দায়িত্ব পালন করেন শিশু একাডেমির প্রশিক্ষক প্রীতি গাঙ্গুলী, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রহিত খান তুহিন, শিক্ষক জাবিন ইসলাম লিজা প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.