|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাদঁপুর সুজাতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২২
চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক চাদঁপুর জেলার সুজাতপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযান চলা কালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান-মূল্য তালিকা না থাকা ও,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এবং দোকান গুলোর উপর তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
এতে পাঁচ টি প্রতিষ্ঠানকে ১৭,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
,এর মধ্যে পন্য এম আর পি না থাকায় কসমেটিকস দোকান, মিষ্টির দোকান, বেকারি সহ বেশ কিছু দোকানে অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্য থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
সহযোগিতায় মতলব উত্তর থানা পুলিশের একটি চৌকশ টিম নিয়োজিত ছিল।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.