|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিলেটে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ অব্যাহত রেখেছে সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশন–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২২
সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ, আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন এর মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে মানবতার সেবায় বন্যার্ত সিলেটবাসীর পাশে চট্টগ্রামবাসীর আর্থিক সহয়োগিতায় রবিবার ২২ মে দ্বিতীয় দিনে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হাজরাই, নতুনবাজার সহ আশপাশ এলাকার ১৬৭(একশত সাতষট্টি) বন্যার্ত গরীব, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, মানবতার ফেরিওয়ালা উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম আলম, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মোঃ আবু জাফর, স্থানীয় সমাজকর্মী রাজু আহম্মদ, সদস্য মো আব্দুল মালেক, সদস্য বিশ্বজিত সরকার, মোহাম্মদ হাবিব,রবিউল হোসেন স্থানীয় সমাজকর্মী রাজু আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
চট্টগ্রাম থেকে যাঁরা এগিয়ে এসে বন্যার্ত সিলেটবাসীর পাশে দাঁড়ালেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খাদ্য জগৎতের নতুন সংযোগ পিউরিয়া ফুড লিঃ পরিবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিষ্টি জগৎতের সেরা ফুলকলি পরিবার, দুইশত বছরের ঐতিহ্যবাহী স্বনামধন্য ইস্পাহানি টি লিমিটেড পরিবার, হেলাল আহমেদ খোকন, বি কে এন্টারপ্রাইজ, মহাজনপট্টি, সিলেট, চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রতিষ্ঠান মিষ্টি জগৎতে সিলেটে সর্বপ্রথম আগমনকারী মধুবন পরিবার, আব্দুল আলিম (আলম) মিনার এন্ড কোম্পানী, লালদিঘীর পাড়, সিলেট, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং সম্মানিত উপদেষ্টা ও কমিউনিটি টিভি'র পরিচালক সরোয়ার আমিন বাবু'র সার্বিক সহযোগিতায় দ্বিতীয় দিনের মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
গত ২১ মে শনিবার যতরপুর সহ আশপাশ এলাকায় ১০০(একশত) মানবিক উপহার বিতরণের মধ্যদিয়ে মানবিক কার্যক্রম শুরু করা হয়।
সিলেটে বন্যায় আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের একার পক্ষে সবাইকে সাহায্য করা কখনোই সম্ভব হবেনা। কিন্তু সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে বানভাসী গরীব, অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.