|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্ভোধন করেন এমপি তুহিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারীভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির সোমবার (২৩মে) আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনুসরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুকন উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সানোয়ার শেখ।
উল্লেখ্য, নান্দাইল উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে ১০৮০ টাকা মন দরে ২ হাজার ৯শত ৩০ মেঃ টন ধান ক্রয় করা হবে এবং তালিকাভূক্ত ১০ জন মিল মালিকের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ৩ হাজার ২ শত ১০ মে: টন ধান ক্রয় করা হবে। আগামী ৩ শে আগষ্ট/২০২২ পর্যন্ত এই কর্মসূচী অব্যাহক থাকবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সরকারী খাদ্য গুদামে ধান বিক্রি করতে এসে সাধারণ কৃষকগন যাতে কোন হয়রানি স্বীকার না হয় এই বিষয়টি কঠোরভাবে লক্ষ্য রাখার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.