|| ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
ডাক্তার নিলয়কে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র মোঃ মোস্তফা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা প্রধান কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়কে রবিবার (২২ মে) বিকাল ৫ টায় ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা। উল্লেখ্য যে, ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয় এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও হিসেবে কর্মরত ছিলেন পরে ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকমাস প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা প্রধান কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার পদোন্নতি পাওয়ায় ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা ডাঃ শোয়েব ইমতিয়াজ নিলয়কে ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর সাহেনা আক্তার, জাহানারা বেগম সহ আরো অনেকে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.