গতকাল চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক,এর নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক হাজীগঞ্জের বলাখাল বাজারে কনফেকশনারি ও মিস্টির দোকানের উপর তদারকিমূলক অভিযান পরিচালনা করে।
এসময় মিষ্টির দোকান ও কনফেকশনারী দোকান গুলোতে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি থাকায় বিভিন্ন ভাবে বিভিন্ন দোকান কে বিভিন্ন মেয়াদে জরমানা আরোপ করা হয়েছে। সর্বমোট ৬ ব্যবসা প্রতিষ্ঠান-কে জরিমানা করা হয়েছে এর মধ্যে রয়েছে –
আল মদিনা কনফেকশনারি ৪০০০/-
নিউ মাতৃভাণ্ডার ২,০০০/-
নরেশ সাহা স্টোর ১০০০/-
গোপাল সাহা স্টোর ১০০০/-
প্রাণ ভল্লব স্টোর ১০০০/-
সুরেশ মিষ্টি মেলা ১০০০/-
প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ১০,০০০/- জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়েছে।
সহযোগিতায় হাজীগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ টিম নিয়োজিত ছিল।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।