|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে “স্মৃতি চির অম্লান” বইয়ের মোড়ক উম্মোচন করেন- লিপটন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২২
সোনাগাজীর মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ হোসেন খন্দকার রচিত ও জাহাঙ্গীর ফিরোজ সম্পাদিত "স্মৃতি চির অম্লান" বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান (১৯ শে মে) বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয়ের স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়।
বইটির লেখক মোঃ হোসেন খন্দকার'র সভাপতিত্ব ও সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ'র স্বাগত বক্তব্যের মাধ্যমে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন- ফেনী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল আলম জহির, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রফেসর শাহজাহান ফিরোজ, ড. শুভময় দত্ত; প্রাইম এশিয়ান ইউনিভার্সিটি, ঢাকা। ইসমাইল হোসেন সিরাজি; সভাপতি মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ। মোঃ ফয়েজ উল্যাহ; প্রধান শিক্ষক মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়। কাজী বদরুল আলম ; কানাডা প্রবাসী। নুরুল আমিন পলাশ; সভাপতি নজরুল একাডেমী সোনাগাজী। সঞ্চালনায় ছিলেন- মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর হোসেন হিরু।
বইটির লেখক হোসেন খন্দকার ও সম্পাদক জাহাঙ্গীর ফিরোজ জানান- বইটিতে মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীক এই জনপদের ইতিহাস ঐতিহ্য সাহিত্য ও সাংস্কৃতিক স্মৃতিচারণ সহ মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে। আশাকরি পাঠক মহলে বইটি ব্যাপকভাবে সমাদৃত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.