|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১ তম সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২২
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১১ তম বার্ষিক সাধারণ সভা নাগেশ্বরী মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান হরচন্দ্র বর্মন ফন্টু এর সভাপতিত্বে দুপুর আড়াইটায় শুরু হওয়া উপজেলা শিক্ষক-কর্মচারীদের উক্ত বার্ষিক সাধারণ সভায় নাগেশ্বরী উপজেলা সহ সংশ্লিষ্ট পার্শ্ববর্তী উপজেলার থেকে শিক্ষক-কর্মচারী ও সংবর্ধনা দেয়া কৃতি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষক সমিতির সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ আমানতকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট ও বিভিন্ন বিভাগের নির্বাচিত শিক্ষকদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ লটারির আয়োজন করা হয়, এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে প্রত্যেক সদস্যকে একটি করে বিশেষ উপহার প্রদান করা হয়।
নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড এর চেয়ারম্যান হরচন্দ্র বর্মন ফন্টু'র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার বিধু ভূষণ রায়, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নাসিমুল ইসলাম মন্ডল, কালব এর ফুলবাড়ী চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রাম ক্লাস্টার প্রতিনিধি সভাপতি মোঃ সাইফুল বারী খান, ভূরুঙ্গামারী কালব এর চেয়ারম্যান মোঃ বোরহান আলী, নাগেশ্বরী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শরিফুল আযম, কালব এর সহকারী জেলা ব্যবস্থাপক কুড়িগ্রাম লালমনিরহাট এর মোঃ শাহাজুল হক প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কালব ও এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সেক্রেটারি কচাকাটা কলেজ প্রভাষক মোঃ গোলাম কিবরিয়া ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.