|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মেহের স্টেশন ও শাহারাস্তিতে ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২২
চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক,চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন কর্তৃক মেহারী স্টেশন ও শাহরাস্তির খাবারের দোকান গুলোর উপর তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
বিভিন্ন হোটেলে গুলোতে বিভিন্ন বিষয় ও মেয়াদোত্তীর্ণ খাবার,পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায়,খাবারের উপরে পর্যাপ্ত পরিমাণ সেফটি না থাকায়, বিভিন্ন ভাবে বিভিন্ন দোকান কে জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যে শুভ হোটেল- ৫০০০/- মসুদ হোটেল - ২,০০০/-
দাওয়াত হোটেল- ৫,০০০/- আল মামুন হোটেল- ৪,০০০/-
অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ০৪ টি ব্যবসা প্রতিষ্ঠান-
প্রশাসনিক ব্যবস্থায় সর্বমোট ১৬,০০০/- জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে এর মধ্যে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত
থাকার জন্য অনুরোধ করা হয়।
সহযোগিতায় শাহরাস্তি থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.