|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির ঘোষনা নিয়ে শঙ্কার সৃষ্টি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২২
চাঁদপুরের কচুয়া উপজেলার ৩৫নং (উত্তর) সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির ঘোষনা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এতে করে বিদ্যালয়ের সুষ্ঠ শিক্ষার পরিবেশ বজায় রাখা নিয়ে অভিভাবকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। বিষয়টি জরুরী সমাধানে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন অভিভাবক ও এলাকাবাসী।
জানা গেছে, উত্তর সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিধি মোতাবেক বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান শিক্ষক রহমত উল্যাহ ভূঁইয়া (তুহিন) স্বাক্ষরিত একটি দাওয়াতপত্রের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে সভা আহবান করা হয়। ওই সভায় সভাপতি হিসেবে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র দাস অংশগ্রহন করেন।দাতা সদস্য আবুল বাসার ব্যতীত ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।এই সভায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মো. আনিছুর রহমান স্বপন কে সভাপতি করার জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র দাস কে অনুরোধ করা হয়। কিন্তু উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র দাস দাতা সদস্য ও সম্ভাব্য সভাপতি প্রত্যাশী আবুল বাসারের অনুপস্থিতির কারনে প্রধান শিক্ষককে সভা স্থগিত (বন্ধ) করার নির্দেশ দেন।
ইউপি সদস্য মো. আলাউদ্দিন মিয়া বিগত ৩ এপ্রিল বিশেষ এক সভায় সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি হিসেবে আনিছুর রহমান স্বপনের নাম প্রস্তাব করেন। ওই সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্যাহ ভূঁইয়া রেজ্যুলেশনের মাধ্যমে সভাপতি হিসেবে আনিছুর রহমান স্বপনের নাম উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাস চন্দ্র দাস বলেন, উপজেলাা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মহোদয়। আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী তারিখে উভয় পক্ষের উপস্থিতিতে কমিটি ঘোষনার নির্দেশনা দিয়েছি।
বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও পূনরায় সভাপতি প্রার্থী মো. ইউনুছ পাটওয়ারী জানান, প্রধান শিক্ষক আমাকে বলেছেন বৃহস্পতিবার সভা হবে না,যার কারনে আমি ঢাকা থেকে বাড়িতে আসি নাই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.