|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় শিশু মেলার ২০২২ শুভ উদ্বোধন ও নারী উন্নয়ন সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২২
নওগাঁয় শুরু হয়েছে শিশু মেলা। ‘শিশু ও নারী উন্নয়ন সচেতনা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওয়াতায় জেলা তথ্য অফিস এই মেলার আয়োজন করেন।
এ উপলক্ষে বুধবার সকালে জিলা স্কুল মাঠে ফেষ্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরাতন কালেক্টর চত্বরে গিয়ে শেষ হয়। মেলায় নওগাঁ জেলার ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যার মধ্যে মৌসুমী কৈশোর কর্মসূচির ১টি ষ্টল রয়েছে। যেখানে বিভিন্ন শিশু তোষ বিষয়ক উপকরণের পসরা দিয়ে ষ্টলটিকে সাজানো হয়েছে। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান মৌসুমী কৈশোর কর্মসূচির ষ্টলটি পরিদর্শন করেন এবং কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলের সাথে কৈশোর কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়াও মেলার পাশা পাশি থাকছে শিশু, শিক্ষক ও মা সমাবেশ, কুইজ, চিত্রাঙ্কন,চলচিত্র প্রদর্শনী,শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা লুতফর রহমান, জেলা শিশু বিষয় ককর্মকর্তা জাহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানসহ প্রমুখ। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন। আয়োজকরা জানান দীর্ঘ দিন করোনা ভাইরাসের সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এখন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেছে। কাজেই এখন পড়াশোনার সুযোগ আবার এসেছে। শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। শিশুদের মানসিক বিকাশে এই মেলা গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.