|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২২
" দক্ষ যুব সমৃদ্ধ দেশ - বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর-দিনাজপুর এর আয়োজনে এফপিএবি এর এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান অডিটোরিয়ামে ৩০ জন যুব সংগঠক ও এফপিএবি-দিনাজপুর শাখা তারার মেলা কর্ণারে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী ও এফপিএবি এর ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম এর প্রানবন্ত সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মেহেদী হাসান মুরাদ, মো. খোরশেদ আলম ও হিমু সিনহা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূর আফরোজ মীম এবং পবিত্র গীতা পাঠ করেন হিমু সিনহা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.