|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-প্রতিনিধি নির্বাচন -২০২২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২২
পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটের শিক্ষক-প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে ২৪ মে। ওই দিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচনের ভোটগ্রহণ হবে।উক্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন দোয়াটী গ্রামের কৃতি সন্তান প্রফেসর ড.মোঃ শাহ এমরান।ফার্মাসিউটিক্যাল ক্যামেস্ট্রি বিভাগ। ব্যালট নং-৬০, ওনি সকল সদস্যের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যসংখ্যা ১০৫। এর মধ্যে শিক্ষক-প্রতিনিধির ৩৫টি পদ রয়েছে। তাঁদের মেয়াদ তিন বছর। অন্য সদস্যদের মধ্যে আছেন—উপাচার্য, দুই সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা, জাতীয় সংসদের স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য, আচার্য মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত গবেষণা সংস্থার পাঁচজন প্রতিনিধি, একাডেমিক কাউন্সিল মনোনীত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর পাঁচজন অধ্যক্ষ, একাডেমিক কাউন্সিল মনোনীত অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর ১০ জন শিক্ষক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং ডাকসু মনোনীত পাঁচজন শিক্ষার্থী-প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে সবশেষ শিক্ষক-প্রতিনিধি নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২২ মে। সেই নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে নীল দলের ৩৩ জন আর সাদা দলের ২ জন জয়ী হন।
২৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে নীল ও সাদা দল তাদের প্যানেল চূড়ান্ত করেছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। নীল ও সাদা দলের বাইরে আর কোনো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.