|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডেমরায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২২
রাজধানীর ডেমরায় ১৭ ই মে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিশেষ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএসসিসির ৬৬ নং ওয়ার্ড ডগাইর উত্তর ও দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের আয়োজনে ডগাইর বাজার ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার উদ্বোধন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ। ডগাইর উত্তর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম ফয়সালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। প্রধান আলোচক ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম। ডগাইর দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন শাহীন মুন্সির পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি মোবারক হোসেন সাউদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ বাবু ও আওয়ামী লীগ সমর্থিত ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হানিফ তালুকদার।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকা-ের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তার আগমনের কারণেই আজ এ দেশ সন্ত্রাস ও জঙ্গীমুক্ত স্বনির্ভর সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলেই দেশ আজ উন্নতির চরম শিখরে যাচ্ছে। শেখ হাসিনাই ৭৫ পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ের পর প্রায় ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। তখন জিয়াউর রহমানের শাসনামলে প্রতিকূল অবস্থার মধ্যেই আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তার আগে দলের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.