|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইউপি চেয়ারম্যান উপহার পেলেন ১৫০ সিসির পালসার গাড়ি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২২
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবার উপহার হিসেবে পেলেন ১৫০ সিসির পালসার মোটরসাইকেল।
নির্বাচনের প্রায় ছয় মাস পর গেজেট প্রকাশ হওয়ার আনন্দে ইউনিয়ন বাসী ও সমর্থক মিলে উক্ত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর কে এ উপহার প্রদান করেন।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হলেও নানা জটিলতার পর অবশেষে নির্বাচন কমিশন কর্তৃক সরকারী বিজ্ঞাপন তথা গেজেট প্রকাশ হয় ১৬ মে সোমবার।
এ আনন্দে ১৭ মে মঙ্গলবার তার সমর্থক ও ইউনিয়ন বাসীর অনেকে মিলে কুড়িগ্রাম জেলা সদর থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের একটি পালসার মোটরসাইকেল ইউনিয়ন বাসীর অনেকের উপস্থিতিতে সকাল ১১ টায় তার নিকট হস্তান্তর করেন।
এসময় উক্ত ইউনিয়নের বাসিন্দা নজির হোসেন মিস্ত্রী, রফিকুল ইসলাম মাস্টার, বিপুল রহমান, নজরুল ইসলাম, আজিবর রহমান, তাজুল ইসলাম আলম মিয়া, ইসমাইল হোসেন, আবুল হোসেন, চরের আমজাদ হোসেন, মাসুদ মিয়া সহ অন্যরা বলেন আমরা দীর্ঘদিন পর আমাদের প্রতীক্ষিত চেয়ারম্যানকে পেয়েছি এ কারণে সকলে মিলে খুশিমনে আমাদের টাকায় আমরা চেয়ারম্যান সাহেবকে একটি মোটরসাইকেল উপহার দিতে পেরে আনন্দিত। চেয়ারম্যান পুত্র ওমর ফারুক বলেন আনন্দ এখন এলাকাবাসী সকলের শুধু আমার বাবার আমাদের পরিবারের নয়।
উপহার পাওয়া যাত্রাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুরকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আসলে এলাকাবাসী আমাকে এতটাই ভালোবাসে যে, দীর্ঘদিন তারা অপেক্ষা করছিল, অবশেষে প্রত্যাশিত ফল পেয়েছে, তারাই খুশি হয়ে আমাকে এ উপহার দিয়েছে, আমি যেন তাদের পাশে থেকে সুখে-দুখে এগিয়ে গিয়ে সেই ভালবাসার প্রতিদান দিতে পারি আল্লাহর কাছে এমন প্রত্যাশা করি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.