|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বিষন্নতা/ দিলীপ পোদ্দার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২২
দিলীপ পোদ্দার
একদিন সব কোলাহল থেমে যাবে,,,,,,,,
মনে রেখো আমি ছিলাম
তোমাদের মাঝে।
স্বপ্নরা ফেরারী হবে,
ফুলের পাপড়ি ঝরে যাবে,
মুছে যাবে সব প্রস্তুতি।
প্রদীপের আলোয় পোকা মাকড়ের আত্মাহুতি
একসময় নিভে যাবে,
শেষ আলোর রেখাটুকু।
পরিযায়ী পাখির দল ফিরবে আপন ঠিকানায়
আকাশের ছায়াপথের ঠিকানায় থাকবে
আমার পরিচয়,,,,,,,,।
তুমি খুঁজে নিও আমাকে ব্যথিত হৃদয়ে।
আমরা আবার পল্লবিত হবো পুষ্পিত সৌরভে
সমুদ্রস্নানে পুলকিত হৃদয় স্পন্দন
লাফিয়ে উঠা যৌবন
সমুদ্র সৈকতে আছড়ে পড়ে নোনা জল তরঙ্গ।
তখন পড়বে কি মনে
আর জীবনের অন্বেষণের স্নরনীয় মূহুর্তগুলো
কাকতালীয় ভাবে,,,,,,।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.