|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
ডেমরায় অজ্ঞাত যুবতীর গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২২
ডেমরায় অজ্ঞাত যুবতীর গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর ডেমরায় অজ্ঞাত অনুমান ৩০/৩২ বয়সের যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। শনিবার বিকালে রাষ্ট্রায়ত্ব করিম জুট মিলের পুকুরের পাড় থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃতের পরনে ছিল খয়েরী রঙের সালোয়ার কামিজ ও মাথায় চুল কম রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ওই যুবতী পথে ঘাটে ঘুরে বেড়াতো অথবা কারও বাড়ির গৃহপরিচারিকা ছিল। শনিবার বিকালে পথচারীরা পুকুরের পাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে ডেমরা থানা পুলিশের খবরের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের ক্রাইম সিন ইউনিট এসে লাশ শনাক্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে।
এ সময় র্যাব ও পিবিআই সদস্যরাও ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে। এদিকে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় মিলেনি।
এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শুক্রবার দিনগত গভীর রাতে কে বা কারা ওই যুবতীকে গলা কেটে হত্যা করে করিম মিলের পুকুরের পাড়ে ফেলে চলে গেছে। তবে ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ ঘটনার আসল রহস্য সব জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.