|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম বারের মতো সভাপতি হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২২
মীরসরাই উপজেলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এই নিয়ে টানা ৭ম বারের মতো সভাপতি মনোনীত হয়ে রেকর্ড গড়েছেন তিনি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী গত ১২ ডিসেম্বর ২১ ইং স্বাক্ষরিত স্মারক চশিবো/ বিদ্যা/চট্টঃউঃ মির)/ ৯৫৩/ ৯৬( অংশ- ১)/ ১১৮৭/ নং স্বারকপত্রে নিয়মিত কমিটি অনুমোতি প্রদান করেন।
এতে ২০০৯ বর্ণিত বিদ্যালয় পরিচালনা বিধিমালা প্রবিধান ৭ ও ৮ ধারা নিয়মিত অনুসারে কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি সভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হন। পরবর্তীতে সভায় সর্বসম্মতিক্রমে প্রদীপ রঞ্জন চক্রবতী কে সভাপতি নির্বাচিত করেন।
কমিটি অন্যান্য সদস্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড.পীযূষ দত্ত, দাতা সদস্য এস,এম আবু সুফিয়ান, পদাধিকার হিসাবে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক শাহজাহান চৌধুরী, অভিভাবক সদস্যরা হলেন আনোয়ারুল ইসলাম( টিপু), নুরুল আবছার, সাংবাদিক বাচ্চু পাটোয়ারী, বাবু বিপুল কান্তি দত্ত, মহিলা অভিভাবক সদস্য রিতা দেববর্মন শিক্ষক প্রতিনিধিরা হলেন মোঃ আইনুল কবির, নুরুল করিম ও মহিলা শিক্ষক প্রতিনিধি সন্ধ্যা রাণী নাথ ।
প্রধান শিক্ষক শাহজাহান চৌধুরী বলেন, তার দায়িত্বকালীন সময়ে বিগত ৬বার বিদ্যালয়ের
অবকাঠামো উন্নয়ন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাবান্ধব বিভিন্ন সুযোগ সুবিধা, জেএসসি ও এসএসসি ফলাফলে অভূতপূর্ব সাফল্য অর্জন করছেন । বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা, ক্রীড়া সাংস্কৃতিক কর্মকান্ডে প্রশংসিত হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.