|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে শ্রীনগরে সেলাই মেশিন বিতরণ
প্রকাশের তারিখঃ ১৪ মে, ২০২২
শ্রীনগরে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা কল্যাণ সমিতির সদস্যদের অর্থায়নে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার কলেজ রোড মোগল এম্পিয়ার হোটেলে মহিলাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং মোঃ জাহাঙ্গীর খানের সঞ্চালনায় উপজেলার দরিদ্র মহিলাদের মাঝে আর্থ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, উপজেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক জি এম লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খান , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আলম টিটু, নির্বাহী মোঃ শাহে আলম প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.