|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে এনএটিপি -২ ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২২
চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ওটারচর গ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ প্রোগ্রাম প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতাধীন ক্লাস্টার প্রদর্শনী ব্রি ধান-৯২ জাতের ফিল্ড ওয়ারিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মে রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় ওটারচর সিআইজি ও ওটারচর কৃষি উন্নয়ন সমিতি র সদস্যদের উপস্থিতিতে ওটারচর পূর্ব পাশের মাঠে সৈয়দ হোসেন সহ ৫ কৃষকের দ্বারা বাস্তবায়িত এনএটিপি ফেজ-২ প্রকল্পের আওতায় ২০০ শতকে ক্লাস্টার প্রদর্শনীর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফিল্ড ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মতলব উত্তর; মোঃ মজিবুর রহমান উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, ছেংগারচর পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রেদওয়ানোর রহমান ও কৃষক-কৃষাণীবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন সাহেব কৃষকদের মাঝে সরাসরি বাস্তব তথ্যের আলোকে ব্রি ধান-৯২ জাতের ফলন সহ গুন-গুন এর বিভিন্ন বিষয় তুলে ধরেন। ভবিষ্যতে বোরোমৌসুমে কৃষকদের এ জাতটি চাষ করার জন্য পরামর্শ দেন। প্রদর্শনীর আওতাধীন কৃষকদের বীজ রেখে এলাকার সকল কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সঠিক সময়ে বিভিন্ন রোগবালাই দমন, বিশেষ করে ব্লাস্ট দমনের জন্য আগাম প্রতিরোধমুলক ব্যবস্থা, মাজরাপোকা দমনের জন্য পার্চিং এর গুরুত্ব, ধানকাটার সময় পর্যাপ্ত পরিমান উপরে কাটা যেন মাটির প্রান জৈব উপাদান বৃদ্ধি পায় , কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দলবদ্ধ / সমালয়ে চাষাবাদের উপকারীতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়া নতুন নতুন উচ্চ ফলনশীল জাত ও রোগ প্রতিরোধী জাত সম্পর্কে অবগত করেন। ধানের ন্যায্য মূল্য পাওয়ার জন্য উপজেলা খাদ্য গুদামে কৃষকদের ধান বিক্রির জন্য পরামর্শ দেন ও এ বিষয়ে সবধরনের সহযোগিতার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখার পরামর্শ ও কৃষকদের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.