|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জকিগন্জে ভূমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মিয়াজানকে হত্যার চেষ্টা।। থানায় মামলা দায়ের।-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ মে, ২০২২
জকিগন্জ উপজেলার নয়া গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আব্দুর রশিদ মিয়াজান (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ কর্তৃক একই এলাকার জিয়াউর রহমান গংরা হত্যার চেষ্টায় শেষমেষ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়,আব্দুর রশিদ মিয়াজান তাদের বৈদ সম্পত্তি, প্রবাসি জিয়াউর রহমানের গঙ্গের নামে স্যাটেলমেন্ট জরিপে আর এস রেকর্ড হলে মিয়াজান রেকর্ড সংশোধনের জন্য লেন্ড স্যারবে মামলা ও সত্য মোকদ্দমা নং ১৭৬৯,২০২১ ইং এ মামলা গুলো দায় করলে মামলা তুলে নেওয়া জন্য জিয়াউর রহমান গংরা ভয় বিতি সহ বিভিন্ন ধরনের হুমকি দামকি সহ নির্যাতন করে আসছে এহেন অবস্থায় গত ০৬/০৪/২০২২ইং তারিখে জিয়াউর রহমান বিদেশ থেকে বাড়িতে এসে আব্দুর রশিদ মিয়াজান ও তা স্ত্রী হেনা বেগমকে ভিন্ন অকৃত্য ভাবে গালি-গালাজ করথে থাকে। শেষে গত ১০/০৪/২০২২ইং আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় মিয়াজানদের বাড়ির উঠানে জিয়াউর রহমান সহ অন্নান্যরা লাঠি সটা নিয়ে ও সুপারি গাছের লাঠি নিয়ে একদল দাঙ্গাবাজ মিয়াজানের উপর হামলা চালায় এসময় তাদের কে এলো পাতারি মার পিঠে গুরুতর আহত অবস্থায় মিয়াজান মাঠিকে পরে লঠিয়ে পড়লে জিয়াউর রহমান হত্যার উদ্দেশ্যে আব্দুল রশিদ মিয়াজানের গলায় বটি দা ধরে মূত্যুর নিশ্চিত চান আব্দুল রশিদ মিয়াজানেরহাতে ও পায়ে সজুরে ধরে রাখে এসময় সাক্ষী মনাপ মিয়া জিয়াউর রহমানের হাত থেকে দা উদ্ধার করে মিয়াজানকে প্রানে বাচান এসময় তার স্ত্রী হেনা বেগম আগাইয়া আসিলে তাকে ও উল্লেখিত আসামিরা চুলে ধরে পছন্ড মার পিট করে মাটিতে পেলে দেয় এসময়ে জিয়াউর রহমান হেনা বেগমের গলায় থাকা ৭০ হাজার টাকার মূল্যের স্বর্নের চেইন চিনতাইয় করিয়া নাইয়া যায় শেষে আশপাশের লোকজন আহত এ দুজন কে উদ্ধার করে প্রথমে জকিগন্জ হাসপাতাল নিয়ে যাওয়া হয় শেষে আব্দুর রশিদ মিয়াজান এর অবস্থার অবনতি ঘটলে আশংকা জনক অবস্থায় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ বর্তি করা হয় এহেনে ঘটনায় গত ১১/০৫/২০২২ইং তারিখে মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে আব্দুর রশিদ মিয়াজান বাদি হয়েও একিই বাড়ির মৃত আতাউর রহমানের ছেলে জিয়াউর রহমান(৩৮) ফয়জুর রহমান (৩২) মহিবুর রহমান (৫২) কে আসামি করে জকিগন্জ থানায় একটি মামলা দায় করা হয়েছে এই ঘটনায় যদি কোনো মামলা দায় করা হয় তাহলে তাদের কে প্রানে মেরে পেলব বলে প্রকাশ্য দেয় জিয়াউর রহমান ও তা সহযোগিরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.