|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেখ কামালের স্মৃতিচারণে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২২
‘১৯৭৫ সালের জুলাই মাসে আমি ও রেহানা যখন জার্মানিতে যাই, তখন নববিবাহিত শেখ কামালকে জিজ্ঞেস করেছিলাম, তোর জন্য কী আনব? সে বলেছিল,আবাহনীর জন্য বিখ্যাত অ্যাডিডাস বুট এনো।
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছোট ভাই শহিদ শেখ কামালের স্মৃতিচারণ করতে গিয়ে কথাগুলো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ৮৫ জন ক্রীড়াবিদ ও সংগঠককে আট বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে পুরস্কার তুলে দেন।
তিনি আরও বলেন,কামাল নিজের কিংবা তার স্ত্রী’ সুলতানার জন্য কিছুই চায়নি। কেবল বলেছিল আবাহনীর খেলোয়াড়দের জন্য অ্যাডিডাসের বুট আনতে। কতটা ভালোবাসত সে খেলাধুলাকে।’
প্রধানমন্ত্রী অশ্রুসজল নয়নে বলেন,সেই সুযোগ আমি আর পাইনি। অ্যাডিডাসের বুট কামালের হাতে তুলে দিতে পারিনি।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.