|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফেসবুকে ভাইরাল হওয়ার আধা ঘন্টার মধ্যে ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২২
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আধা ঘন্টার মধ্যে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি এলাকায় সোহেল মাস্টারের বাড়ীর পার্শ্বে চাতলার বিলে নির্মিত ব্রীজের নীচে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে মুহাম্মদ কাইসার হামিদ এর ব্যবহৃত ফেসবুকে পোস্ট করা একটি স্ট্যাটাস পাওয়ার আধা ঘন্টার মধ্যে সন্ধ্যা ৬টা ৪০ ঘটিকার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার দিক নির্দেশনায় কুলিয়ারচর থানার এস আই কাউসার আল মাসুদ, এস আই সোহেল ও এস আই তারক চন্দ্র শীল ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে চাতলার বিলের ওই ব্রীজে নীচে জুয়া খেলার সময় ৫ জুয়ারীকে আটক করে।
অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন জুয়ারী দৌড়ে পালিয়ে যায়। এদের মধ্যে ৫ জুয়ারী পানিতে পড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। জুয়ারীরা হলো রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের সালাহ উদ্দিনের পুত্র মো. মাইন উদ্দিন (২৭), আমির উদ্দিনের পুত্র জুনাইদ (২০), সবুজ মিয়ার পুত্র রায়হান (২৪), সালাহ উদ্দিনের পুত্র আইন উদ্দিন (২২) ও মৃত আব্দুর রাশিদের পুত্র নাঈম (২০)। এলাকাবাসী জানান, তারাকান্দি গ্রামের আলা উদ্দিনের ছেলে মাসুদ মিয়ার নেতৃত্বে এখানে প্রতিদিনই জুয়া খেলা হয়ে আসছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.