|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় র্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এনামুল হক নামে এক মাদক ব্যাবসাহী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২২
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে মহাদেবপুর হতে নজিপুর গামী পাকাঁ সড়কের উপর অভিযান পরিচালনা করে ৭শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এনামুল হক (৩৫) নামের এক মাদক কারবারি যুবককে হাতেনাতে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৬ টারদিকে মহাদেবপুর উপজেলার কলোনি পাড়া গ্রামের মোঃ মকবুল হোসেন এর ছেলে এনামুল হককে হাতেনাতে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক, মাদকসেবী এবং মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বিকার করেছেন বলেও জানিয়েছেন র্যাব। এব্যাপারে আটককৃত যুবকের বিরুদ্ধে নওগাঁর মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.