|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২২
জেলা প্রশাসন চাঁদপুর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেল কার্যালয়ের যৌথ অভিযানে চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও পুরান বাজার এলাকায় চাঁদপুর সদরের বাস স্ট্যান্ড ও পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সেলিনা আক্তার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।
অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকারের আইন অনুযায়ী লঙ্ঘনজনিত অপরাধে সয়াবিন তেলের তিন জন ব্যবসায়ী -রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারকে ২০০০/, একজন খোলা তেল ব্যবসায়ীকে ৪০০০/- এবং পদ্মা ভাণ্ডারকে ১৫,০০০/- সহ সর্বমোট ২১০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান নায্যমূল্যে সয়াবিন তেল বিক্রি করতে, ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ এবং অবৈধভাবে তেলের মজুদ না রাখতে ব্যবসায়ীদের কঠোরভাবে সচেতন করা হয়েছে।
সয়াবিন তেলের উপর ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.