শ্রীনগরের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শ্রীনগরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় শ্রীনগর উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব১৭)উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন,শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুর-আলম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ,শ্রীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারেক খান বারী, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানজিল আহমেদ,শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি দপ্তরে কর্মকর্তাবৃন্দ।