শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বাউফলের কাছি পাড়া ইউনিয়নের উওর কাছি পাড়া গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারের নারীসহ কুপিয়ে আহত ৫-দৈনিক বাংলার অধিকার

এস ডি স্বপন বিশেষ প্রতিনিধি / ২১৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১০ মে, ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ

গত রবিবার বাউফলের কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে ছাগলে ফসল খাওয়ায় বাঁধা দিলে হিন্দু সম্প্রদায়ে পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ ছাগলের মালিক ও তার সংঘবদ্ধ দল।আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।(৮মে) রবিবার বিকেল সারে পাঁচ টার দিকে ওই ঘটনা ঘটেছে।

তথ্য সূত্রেঃ জানাযায় উত্তর কাছিপাড়া গ্রামের নাজেম আলী রাড়ী ৭০ টি ছাগল ও ১০টি গরু পালন করছে। ছাগলকে বেঁধে রেখে পালনের কোন ব্যবস্থা না থাকায় অহরহ আসপাশের জমির ফসল খেতো এবং বিনষ্ট করত। নাজেম আলী রাড়ী বাড়ির সংলগ্ন সুশীল দাসের ৫ একর জমিতে মুগডাল চাষ করা হয়েছিল।প্রায় দিনই ছাগলসহ গরুতে ওই মুগডাল খেতো এবং বিনষ্ট করে আসছিল। এনিয়ে সুশীল দাস একাধিকবার ছাগল ও গরু বেঁধে পালার অনুরোধ করেছিল। ঘটনার দিন ছাগল ও গরুর পাল মুগডালের ক্ষেতে ঢুকে অনেক ডাল খেয়ে ফেলে এবং বিনষ্ট করে।
এনিয়ে সুশীল দাসের ভাতিজা কার্তিক দাস ছাগল-গরু ক্ষেত থেকে সরিয়ে নেয়ার কথা বললে নাজেম আলী রাড়ী জমি ছেড়ে দিয়ে ভারতে চলে যাওয়ার কথা বলে।
অন্যথায় জীবনে মেরে ফেলার হুমকি দেয়। এনিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে নাজেম আলী বাড়ীর তিন ছেলে জাবের রাড়ী(২৮), নিজাম রাড়ী(২৬) এবং নেছার রাড়ী (২৪) দা, রড ও লাঠীসোটা নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করে কার্তিকের উপর হামলা চালায়।
এ সময় তাকে বাঁচাতে সুশীল দাস(৭০), উত্তম দাস (৪০), শুভ দাস (২২), বিউটি রানী(৩৫) এগিয়ে এলে প্রতিপক্ষরা শুভ দাসের মাথায় ও উত্তম দাসের মুখমন্ডলে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এরপর তারা বৃদ্ধ সুশীল দাসকে পিটিয়ে জখম করে এবং বিউটি রানী নামের এক গৃহবধুকে পিটিয়ে কাপড়-চোপড় ছেড়ে ফেলে এবং গায়ের স্বর্ণলংকার নিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যপারে গতকাল সোমবার দুপরের দিকে বাউফল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের সূত্র জানিয়েছেন।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন দৈনিক বাংলার অধিকার কে জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায়ভাবে হামলা ও ভারত চলে যাওয়ার হুমকি দেয়ায় ওই পরিবারের সদস্যরা আতঙ্কিত অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ঘটনার সাথে জড়িত সকল হামলাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির জোর দাবী জানান।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!