|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে সয়াবিন তেল বিক্রি না করে অবৈধভাবে মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকারের অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২২
সয়বিন তেল বিক্রি না করে অবৈধ মজুদ,তেলের বোতলের গায়ের বিক্রয়মূল্য মুছে ফেলা স্পষ্টভাবে ভোক্তার সাথে প্রতারণা।
আজ ১০ মে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন ও চাঁদপুর
জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবিদা সিফাত কর্তৃক সদর উপজেলার পুরান বাজারে বাজার তদারকিমূলক যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কাজ করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় বেংগল ট্রেডার্সকে ৩০,০০০/- ও জয়দেব সাহা স্টোরকে ৫,০০০/- সহ মোট ৩৫,০০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। উপস্থিত ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.