|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরের ফরিদপুরে আবু আলী আক্তার উদ্দিন শাহ্’র এঁর ৩৯তম উরস মোবারক আগামী ১৯ মে বৃহস্পতিবার থেকে শুরু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মে, ২০২২
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গাউস পাক (রঃ) কান্দুলিয়া মৌলোভী এঁর ৩৯ তম উফাত দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস মোবারক আগামী ১৯ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২১ মে শনিবার শেষ হবে।
এ উপলক্ষে সোমবার ৯মে রাত ৮টার দিকে মাজার শরীফের অফিস কক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস এম আজিজ উল্ল্যাহ আজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেম, বীর মুক্তিযুদ্ধা মো. আনিসুর রহমান, ফরিদপুর মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা তারেক আজিজ খাঁন ইকবাল, মাজারের মোতাওয়ালী মো. নজরুল ইসলাম কাজী, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন ভূইয়া টেংকু ও যুবলীগ নেতা মো. আবুল বাশার ভুইয়া প্রমুখ।
এসময় বক্তারা সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ওরস মোবারক পালনের যথাযত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে ওরস পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে ওরসে অংশগ্রহণ করার জন্য দেশবাসীকে আমন্ত্রণ জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.