মাদক মামলায় জাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রুহুল আমিন ওরফে আলামিন(৪৮) কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।রোববার রাত ৯ টার দিকে শহরের নিউটাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। নরসিংদী রায়পুরা উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেন মিয়ার ছেলে আলামিন।তার শশুর বাড়ী ভৈরব শহরে। ২০১৫ সালের একটি মাদক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তাকে জাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিল বলে র্যাব জানায়।সোমবার সকালে আটককৃত আল-আমিনকে নরসিংদী রায়পুরা থানা পুলিশের হাতে হস্তান্তর করে র্যাব।পুলিশ সূত্রে জানা গেছে ২০০৯ সালে রুহুল আমিন ওরফে আলামিন ৫৭৮০০ পিস ইয়াবাসহ ঢাকা বাড্ডা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে বাড্ডা থানার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মাদক মামলা দায়ের করেন।(মামলার নং৫১(৫)২০০৯)তারপর পুলিশ মামলাটি তদন্ত করে (২০০৯ ইং)নভেম্বর মাসে মামলাটির চার্জশীট দাখিল করে ঢাকা আদালতে। পরে মামলার বিচার কাজ শেষ করে ২০১৫ সালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। বিচারের রায়ের দিন থেকে সে দীর্ঘ ৭ বছর পলাতক ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে তাকে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ভৈরব নিউটাউন এলাকা থেকে রুহুল আমিন ওরফে আলামিন কে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।পরে তাকে রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান। ভৈরব র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প থেকে তাকে আমাদের থানায় হস্তান্তর করার পর তাকে আমরা নরসিংদী আদালতে পাঠিয়ে দিয়েছি।