|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে কন্দাল ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২২
মতলব উত্তরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কচু প্রদর্শনীর মাঠ দিবস আজ রবিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের কৃষক সংকর চক্রবর্তীর জমিতে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুরাদুল হাসান, জেলা প্রশিক্ষণ অফিসার চাঁদপুর। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জনাব মোঃ পাভেল খান পাপ্পু উপজেলা কৃষি কর্মকর্তা মতলব দক্ষিণ। এছাড়া উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান,ছেংগারচর পৌর উপসহকারী কৃষি অফিসার মোঃ রেদওয়ানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান , মোঃ সালমান মাহমুদ সোহান, সফিকুল ইসলাম সজিব সহ অত্র এলাকার কৃষক কৃষাণীবৃন্দ
এ সময় বক্তরা কন্দাল ফসলের বিষয়ে বিশদ আলোচনা করেন এবং জমি পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.