|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক মাইন উদ্দিনকে প্রাণনাশের হুমকি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ মে, ২০২২
সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় কিশোগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক আজকের সারাদিন ও একুশে টাইমস অনলাইন নিউজ পোর্টালের কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মাইন উদ্দিন (৫৪) কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার (৯ মে) বিকালে উপজেলার সাংবাদিকদের সাথে নিয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা'র নিকট অভিযোগ দাখিল করেন সাংবাদিক মো. মাইন উদ্দিন। অভিযোগ নং- ৭৩।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ইকবাল হোসেন ভূঞার গ্রামের বাড়ী উপজেলার ফরিদপুর গ্রামে তার জায়গা জোর জবরদখল করে নেওয়ার অভিযোগ পেয়ে সাংবাদিক মো. মাইন উদ্দিন তথ্য সংগ্রহ করতে গত ৮ মে রোববার বিকাল ২টার দিকে প্রথমে উপজেলার ফরিদপুর আনন্দ বাজারে যান। ওখান থেকে তথ্য সংগ্রহ করার পর আনন্দ বাজার সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুক্তি মামুদ খোকার বাগান বাড়ী গিয়ে মুক্তি মামুদ খোকাসহ ফরিদপুর নলবাইদ গ্রামের ফজুল করিম ফালু, কামাল হোসেন ও ফরিদপুর গ্রামের মো. সানাউল্লাহ ভূঞার সাথে ইকবাল হোসেন ভূয়ার বাড়ী জোর জবরদখলের বিষয় নিয়ে কথা বলার সময় হঠাৎ করে ইকবাল হোসেন ভূঞার প্রতিপক্ষ ফরিদপুর ভূঞা বাড়ীর মৃত. মো. জহিরুল ইসলাম ভূঞার পুত্র মো. ওমর ফারুক ভূঞা (৪৮) ওই বাগান বাড়ীতে গিয়ে সাংবাদিক মাইন উদ্দিনকে প্রকাশ্যে গালি গালাজসহ তাকে লাঞ্চিত করে দেখে নেওয়ার হুমকি দেয়। এসময় উপস্থিত লোকজন ওমর ফারুকের হুমকির প্রতিবাদ করে। পরে ওমর ফারুক প্রকাশ্যে হুমকি দিয়ে বলে জায়গা দখলের বিষয়ে সাংবাদিক মাইন উদ্দিন যদি কোন প্রকার সংবাদ লেখা লেখি করে তাহলে প্রথমে তার হাত পা ভেঙ্গে পরে তাকে খুন করে ফেলবে। এ কথা বলিয়া মারধোর করতে মাইন উদ্দিনের দিকে এগিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন ওমর ফারুকের হাত থেকে মাইন উদ্দিনকে রক্ষা করে একটি সিএনজিতে তুলে তার বাড়ী পাঠিয়ে দেয়। এর পর থেকে ওমর ফারুক বিভিন্ন লোকজনের মাধ্যমে মাইন উদ্দিনকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক মো. মাইন উদ্দিনকে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন উপজেলার সাংবাদিক সমাজ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.