মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নে মাদক,চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ,নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
আজ রবিবার সকাল ১২ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনা বাজারে গজারিয়া থানা পুলিশের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন বিট অফিসার এস.আই মোঃ সেকান্দর আলী, সহকারী বিট অফিসার এস.আই মোঃ দেলোয়ার হোসেন,এস.আই শরিফুল ইসলাম,মেঘনা ঘাট বাজার কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাঃসম্পাদক আল আমিন প্রধান,বালুয়াকান্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান,ইউঃপি সদস্য মোঃ রিটু প্রধান,সমাজ সেবক মোঃসামছুল হক,আঃরব,আয়নাল হক প্রধান,সাংবাদিক ও বালুয়াকান্দী ইউঃপি কমিউনিটি পুলিশ এর সাঃসম্পাদক আজিজুল হক পার্থ, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, বালুয়াকান্দী ইউঃপি যুবলীগ সভাপতি নুরে আলম ভূঁইয়া প্রমুখ।
সভায় বালুয়াকান্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, ইউঃপি সদস্য মোঃরিটু প্রধান বলেন,মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা বদ্ধ পরিকর,আমরা অচিরেই মেঘনা ঘাট বাজারকে সিসিটিভি’র আওতায় নিয়ে আসবো।
সভাপতির বক্তব্যে গজারিয়া থানার উপ পরিদর্শক মোঃসেকান্দার আলী বলেন,বিট পুলিশিং জনগণের সেবায় নিয়োজিত,তাই আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।