|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মরহুম ডাক্তার আবু বক্কর স্মৃতি ভলিবল টুর্নামেন্ট’র ফাইনাল ও পুরুষ্কার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সত্যনগর গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও চতুর্থ আসরের মরহুম ডাক্তার আবু বক্কর ছিদ্দিক স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ মে) বাদ মাগরিব সত্যনগর গ্রামে এ টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা তারেক ফরায়েজি'র উপস্থাপনা এবং মহামায়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক উমাশাহ উমায়ন মনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহামায়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান মিনু, উপজেলা আ'লীগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল কালাম মাস্টার, উপজেলা সেচ্ছাসেবকলীগ'র যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান মজুমদার, মোতালেম শাহ চৌধুরী, এসকে এন্টারপ্রাইজ'র সত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম ও বিশিষ্ট ব্যাংকার মোস্তফা মজুমদার।
খেলায় পুর্বদেবপুর একাদশকে ০-২ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় সত্যনগর খেলোয়াড় একাদশ। উক্ত খেলায় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বাবলু, তারেক, মেজবাহ্, রেজাউল, রহিম, রিপন, বুলবুল, মজিব, রাসেল, সাগর, ইউনুস, বেলাল, শরীপ, পারভেজ, রাকিব, কাশেম সহ অগনিত দর্শকবৃন্দ। শেষে আগত অতিথিবৃন্দ টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরুষ্কার তুলে দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.