|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ ফরিদা ইয়াসমিন হেপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২২
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক, মহানগরীর ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফরিদা ইয়াসমিন হেপি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া বাণীতে শেখ ফরিদা ইয়াসমিন হেপি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
তিনি আরো বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভূমি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ গঠনে এগিয়ে আসার উদাত্ব আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.